মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে যশোর শহরের জেল রোডস্থ এলাকায় গড়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে চাঁদার দাবিতে অবস্থান ও হুমকী ধামকী দেওয়ার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় আবিদ হাসান আল-আমিন নামক এক প্রতারককে গ্রেফতার করেছে। সে যশোর শহরের বারান্দীপাড়া মাঠপাড়ার দেলোয়ার ড্রাইভারের ছেলে। শুক্রবার দিবগত গভীর রাতে মামলা করেন। মামলাটি করেছেন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামের রুস্তম আলীর ছেলে ফারুক হোসেন।
মামলায় তিনি বলেছেন, বাদির শহরের জেলরোড এলাকায় সিএমসি নামক ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছে। আবিদ হাসান ওরফে আল আমিন নিজেকে মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে ও ৩ মাস পূর্বে হতে বাদির ডায়াগনস্টিক সেন্টারে ব্যবসা পরিচালনা করতে হলে তাকে ১০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে জানায়। বাদি আসামীর দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামী বাদিকে ব্যবসা করতে দিবে না এবং ডায়াগনস্টিক সেন্টার এর মহিলা কর্মীদের এনে বাদিকে বিভিন্নভাবে চাপ সৃষ্টিসহ প্রতিষ্ঠানের ক্ষতি করার চেষ্টা করে। বাদি তার দাবীকৃত টাকা না দিলে বাদিকে চাকু মেরে জখম করে বাড়িতে পাঠায়ে দিয়ে বাদির প্রতিষ্ঠান বন্ধ করে দিবে বলে হুমকী প্রর্দশন করে। আসামীর ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারেন সে একজন চাঁদাবাজ। তার অত্যাচারে বাদি অতিষ্ঠ হয়ে পড়েছে। আসামী বাদিকে মারপিট খুন জখম করার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করে আসছে। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় বাদি ডায়াগনস্টিক সেন্টারে অবস্থানকালে আসামী তার সহযোগী অজ্ঞাতনামা সন্ত্রাসীদের সহায়তায় বাদির ডায়াগনস্টিক সেন্টারে অবস্থান করলে আসামী তার সহযোগী অজ্ঞাতনামা সন্ত্রাসীদের সহায়তায় বাদির ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করে বাদির নিকটে পূর্বের ১০ হাজার টাকা চাঁদা দিতে বলে। আসামী ওই দিন সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত বাদির প্রতিষ্ঠানে চাঁদার দাবীতে অবস্থান করে। বাদি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারপিট করে গ্রামের বাড়িতে পাঠায়ে দেবে বলে প্রকাশ্যে হত্যার হুমকী প্রদর্শন করে। বাদি আসামীর চাঁদার টাকা না দিলে যেকোন সময়ে বাদিকে জীবনে শেষ করে দিবে বলে হুমকী প্রর্দশন করে এবং জোরপূর্বক বাদির কাছ থেকে ২ হাজার টাকা গ্রহন করে। বাদি বর্তমানে আসামীর অত্যাচারে নিরাপত্তাহীনতা বোধ করছে। এঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হলে থানার এসআই আ.ফ.ম.মনিরুজ্জামান শনিবার গভীর রাত সাড়ে ৩ টায় চাঁদাবাজ সন্ত্রাসী আবিদ হাসান আল-আমিনকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে।
No comments:
Post a Comment