নিউমার্কেটে ইজিবাইক থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের টাকাসহ দুই যুবক আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, October 12, 2022

নিউমার্কেটে ইজিবাইক থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের টাকাসহ দুই যুবক আটক

 


যশোরের নিউমার্কেট এলাকা থেকে চাঁদার ১৫শ’ টাকাসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, শহরের ঘোপ বউ বাজার এলাকার মজিবর রহমানের ছেলে আইয়ুব হোসেন ও একই এলাকার আবুল হোসেনের ছেলে রিপন হোসেন।

ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নিউ মার্কেট এলাকায় কয়েক যুবক ইজিবাইক থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করছে। তাৎক্ষনিক দুপুর ১২টার পর ডিবি পুলিশের এসআই সোলাইমান আক্কাস ও এএসআই শফিউর রহমানের সমন্বয়ে একটি টিম ওই এলাকায় অভিযান চালায় ।  এসময়  হাতে নাতে তাদের দুইজনকে আটক করা হয়। একই সাথে আদায়কৃত ১৫শ’ টাকা উদ্ধার করা হয়।  এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডিবি পুলিশের দাবি, আসামিদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। যারা দির্ঘদিনধরে  বিভিন্ন ইজিবাইক স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডে অবস্থান নিয়ে ড্রাইভারদের কাছথেকে চাঁদা আদায় করছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad