যশোর গরীবশাহ মাজারের পাশে ইয়াবা বেচাকেনা, যুবক গ্রেফতার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, October 22, 2022

যশোর গরীবশাহ মাজারের পাশে ইয়াবা বেচাকেনা, যুবক গ্রেফতার

 


শহরের হযরত গরীবশাহ মাজারের পূর্ব পাশের হৃদয়ের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অবস্থান নিয়ে ইয়াবা বেচাকেনার সময় কামাল হোসেন নামে এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা রাত সোয়া ৭ টায় পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর এক এএসআই কামাল হোসেনকে গ্রেফতার করে। সে যশোরের শার্শা উপজেলার সরবান হুদা গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে,ওই ফাঁড়ীর এক এএসআই শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পান শহরের গরীবশাহ মাজারের পূর্ব পাশের্^ একটি চায়ের দোকানের সামনে অবস্থান নিয়ে কতিপয় যুবক ইয়াবা বেচাকেনার করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে ইয়াবা নিয়ে অবস্থানকারী যুবক কামাল হোসেন পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার দখল হতে বিক্রিরত ২০পিস ইয়াবা উদ্ধার করে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad