খুলনায় শুরু হলো বাস লঞ্চ ট্রলার চলাচল - Jashore Tribune

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, October 22, 2022

demo-image

খুলনায় শুরু হলো বাস লঞ্চ ট্রলার চলাচল

 

5a683fd836d85e096c3d7b93d2fa5b87-5a96b7b2a2c82

বিএনপির গণসমাবেশ শেষে খুলনায় শুরু হলো বাস চলাচল। দুই দিনের ধর্মঘট শেষে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে যায়।

একই সময়ে রূপসা ও জেলখানা ঘাটে যাত্রী পারাপার শুরু হয়েছে। রাত ১০টায় কয়রাগামী লঞ্চও যথাসময়ে ছেড়ে যাবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, ‘প্রশাসনের আশ্বাসে শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। বাস চলাচল শুরু হয়েছে।’

 রূপসা ঘাট মাঝি সমিতির সাধারণ সম্পাদক শাহাদাৎ ব্যাপারী বলেন, ‘সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসকের সঙ্গে মাঝি সমিতি ও পরিবহন সংশ্লিষ্টদের বৈঠক হয়। বৈঠকে আমাদের দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলে সন্ধ্যায় রূপসা ঘাট থেকে নৌকা, ট্রলার চলাচল শুরু হয়। এখন যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।’

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘শনিবার রাত ১০টায় নির্ধারিত সময়ে কয়রাগামী লঞ্চ খুলনা টার্মিনাল থেকে ছেড়ে যাবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages