যবিপ্রবিতে বেওয়ারিশ ১৮ কুকুর হত্যার প্রতিবাদে মানববন্ধন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, October 4, 2022

যবিপ্রবিতে বেওয়ারিশ ১৮ কুকুর হত্যার প্রতিবাদে মানববন্ধন

 


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিষ প্রয়োগ করে মালিকবিহীন ১৮ টি কুকুর হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন যশোর শাখা বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধনের আয়োজন করে।

সংগঠনের সভাপতি আলিনুর রহমানের নেতৃত্বে সংগঠনের সদস্যরাসহ বিভিন্ন পেশার শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

এ সময় তারা বলেন, প্রাণী নিধনের বিষয়ে সরকারি আইন থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তার তোয়াক্কা করেনি। তারা ১৮টি কুকুরকে বিষ দিয়ে হত্যা করে জঘন্য কাজ করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তার প্রশাসন হবে বিশ্বমানের ও মানবিক। অথচ তারা কুকুর হত্যার মধ্য দিয়ে অমানবিকতার নজির স্থাপন করেছেন। এজন্য মানববন্ধন থেকে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad