যশোরে শিক্ষার্থীকে যৌননিপীড়নের অভিযোগে এক লম্পট গ্রেফতার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, September 18, 2022

যশোরে শিক্ষার্থীকে যৌননিপীড়নের অভিযোগে এক লম্পট গ্রেফতার

 

যশোরে অনার্স পড়ুয়া শিক্ষার্থীকে কু-প্রস্তাবের এক পর্যায় গালিগালাজ করে ও হাত ধরে টানাটানি যৌন নিপীড়ন করার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী ফয়সাল হোসেন ওরফে বড় ফয়সালকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার দেয়াড়া ( মৃত জিয়া মেম্বরের বাড়ির পাশে) বর্তমানে শহরের ষষ্টিতলা (তুষার, এর বাড়ির ভাড়াটিয়া) মোহাম্মদ আলীর ছেলে।

শনিবার দিবাগত গভীর রাত ১ টার পর শহরের রেলবাজার মোড় থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার করেন। রোববার ১৮ সেপ্টেম্বর তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় আদালতে সোর্পদ করে।

বিজলী খাতুন যশোর ক্যান্টনমেন্ট কলেজে অনার্স ৩য় বর্ষের ছাত্রীকে গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় শহরের ষষ্টিতলা পাড়াস্থ মুজিব সড়কস্থ পিকাসো কোচিং সেন্টারের সামনে কু-প্রস্তাবসহ বিভিন্ন প্রকার গালিগালাজ করে এক পর্যায় হাত ধরে টানাটানি করে এবং যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ওড়না ধরে টানা-হেচড়া ঘটনার দায়ের করা মামলায় ফয়সাল হোসেনকে গ্রেফতার করে।


No comments:

Post a Comment

Post Bottom Ad