ভারতে পাচারের শিকার ৭ নারীকে বেনাপোলে হস্তান্তর ভারতীয় পুলিশের - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Monday, September 12, 2022

ভারতে পাচারের শিকার ৭ নারীকে বেনাপোলে হস্তান্তর ভারতীয় পুলিশের


 ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৭ বাংলাদেশি নারীকে ৩ বছর পর ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসা নারীরা হলেন, খুলনা জেলার মহাকামপুর গ্রামের চম্পা আক্তার, রাবেয়া খাতুন,ঝারা খাতুন, প্রীতি বিশ্বাস, তুলি বিবি,কোহিনুর বেগম,আয়সা খাতুন।

ফেরত আসা নারীদের আইনী সহয়তা দিতে ৪ জনকে জাস্টিস এন্ড কেয়ার ৩ জনকে রাইসট যশোর নামে মোট ২ টি এনজিও সংস্থা গ্রহন করেছে।

যশোর জাস্টিজ এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভাল কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনী সহয়তা দিতে ভারতীয় রেছকিউ ফাউন্ডেশন নামে একটি মানবাধিকার সংস্থ্যা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয় । দীর্ঘ তিন বছর পর দুই দেশের সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনী সহয়তা চাই দেওয়া হবে বলে জানান এনজিও সংস্থ্যার কর্মকর্তারা।

No comments:

Post a Comment

Post Bottom Ad