আজ বুধবার সকালে যশোর শহরের গাড়িখানা রোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৬ তম জন্মদিন উপলক্ষে যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম মিলন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সাংসদ শাহীন চাকলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, যুব ও ক্রিড়া সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল প্রমুখ। পরবর্তীতে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
No comments:
Post a Comment