‘হোটেল কক্ষে দুই অধিনায়ক টস অনুশীলন।’ ‘ম্যাচের ভাগ্য টসের ওপর।’ এশিয়া কাপের ফাইনালের আগে ঘুরেফিরে টসভাগ্যই আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল। সেই টস তত্ত্বকে ভুল প্রমাণ করে এশিয়ার সেরা দলের মুকুট পড়েছে এবারের আসরে ডার্ক হর্স হিসেবে অংশ নেওয়া শ্রীলঙ্কা। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে লঙ্কানরা।
রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং নিতে ভুল করেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে তার দল ভুল করেছে ফিল্ডিংয়ে। ফেলেছে গুরুত্বপূর্ণ তিনটি ক্যাচ। বল হাতে পাওয়া মোমেন্টাম তাই ধরে রাখতে পারেনি পাকিস্তান। ৫৮ রানে ৫ উইকেট হারানোর পরও ভানুকা রাজাপক্ষের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে তোলে ১৭০ রান লঙ্কানরা।
দুবাই গ্রাউন্ডে যা কম রান নয়। ওই রানে বড় অবদান রাজাপক্ষের। তিনি ৪৫ বলে তিনটি ছক্কা ও ছয়টি চারে খেলেন ৭১ রানের হার না মানা অসাধারণ ইনিংস। ওয়ানিন্দু হাসারাঙ্গা তার সঙ্গে গড়েন ৫৮ রানের ভালো জুটি। লঙ্কান এই লেগ স্পিনার ২১ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৩৬ রান করেন। এছাড়া ব্যাটিং বিপর্যয়ে পড়া দলের হয়ে টপ অর্ডারে ২১ বলে ২৮ করেন ধনাঞ্জয়া ডি সিলভা।
No comments:
Post a Comment