যশোরে ভোকুটিয়া কলোনীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, September 14, 2022

যশোরে ভোকুটিয়া কলোনীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই

 

যশোর সদরের বালিয়া ভোকুটিয়া কলোনীপাড়া বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে বিদ্যুতের শর্টসাকিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করছে যশোর ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ১১টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ সময় আশেপাশের আরো কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দোকানিদের পথে বসার উপক্রম হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোর রাতে হঠাৎ করে ভেকুটিয়া বাজারে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

No comments:

Post a Comment

Post Bottom Ad