যশোরের কেশবপুরে সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ২৯ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৪ শত ১৯ টাকা ব্যায়ে প্রায় ১৩ কিলোমিটার নব-নির্মিত কেশবপুর ভায়া সাগরদাঁড়ী সড়ক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লার পরিচালনায় কেশবপুর টিএনটি ভবন সংলগ্নল চত্ত্বরে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামীলীগের সদস্য কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, সদস্য মশিয়ার রহমান সাগর, যশোর জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যুগ্ম-সম্পাদক ইয়ার মাহমুদ, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, হাসানপুর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান তৌহিদুজ্জামান প্রমুখ।
No comments:
Post a Comment