যশোর খড়কির চিহ্নিত মাদক ব্যবসায়ী রতন শেখকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার রাত নয়টার পর এসআই খান মাইদুল ইসলাম ও এসআই মামুন ও এএসআই মিরাজ খানের সমন্বয়ে একটি টিম চাঁচড়া রায়পাড়া জামতলার মোড় থেকে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার এএসআই মিরাজ হোসেন জানান, রতনের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। সে মাইক্রো গাড়ির ড্রাইভারের আড়ালে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে। তার বিরুদ্ধে মামলা দিয়ে রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।
No comments:
Post a Comment