যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক ৪৯টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, August 6, 2022

যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক ৪৯টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর

 


যশোর জেলা পুলিশ ৪৯টি হারানো মোাবাইল উদ্বার করে হারানো মোবাইল ব্যবহারকারীদের মুখে হাসি ফুটিয়েছেন।আজ এক প্রেসব্রিফিং অনুষ্টানে হারানো ৪৯ মোবাইল উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করেছে যশোর পুলিশ।

একই সময় ৭৮ হাজার ৯৭০ টাকা নগদ-বিকাশের টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

হারিয়ে ও চুরি যাওয়া ফোনের জন্য করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে এসব মোবাইল উদ্ধার করা হয়। দীর্ঘদিন পরে হলেও হারানো মোবাইল পেয়ে খুশি মালিকরা।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় যশোর পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মুকিত সরকার এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে জানান, যশোর জেলার বিভিন্ন থানা এলাকা থেকে হারানো ৪৯টি মোবাইল, ৭৮ হাজার ৯৭০ টাকা নগদ-বিকাশের টাকা উদ্ধার, ১০টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। যশোরে সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল প্রযুক্তি ব্যবহার দেশের বিভিন্ন জেলা থেকে সেগুলো উদ্ধার করে প্রকৃত মোবাইল মালিকের কাছে ফিরিয়ে দেয়া হলো।

No comments:

Post a Comment

Post Bottom Ad