পণ্যের মূল্য বৃদ্ধিও বিদ্যুতের লোডশেডিং প্রতিবাদে যশোর ক্ষেতমজুর সমিতির মানববন্ধন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, August 4, 2022

পণ্যের মূল্য বৃদ্ধিও বিদ্যুতের লোডশেডিং প্রতিবাদে যশোর ক্ষেতমজুর সমিতির মানববন্ধন

 

সার, চাল-ডাল-তেল-আটা,গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধিসহ সকল পণ্যের মূল্য বৃদ্ধিও বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদে বাংলাদেশ কৃষক-খেতমজুর ও জাতীয় কৃষক-ক্ষেতমজুর সমিতির ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

যশোর জেলা ক্ষেত মুজুর সমিতির আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক তসলিমুর রহমান বলেন, সরকার তার ব্যর্থতা ঢাকতে প্রতিটি মানুষের জীবনযাত্রা কঠিন করে তুলেছে। গত তিন মাসে প্রতিটি খাদ্যদ্রব্যের মূল্য প্রায় দ্বিগুণ করেছে। এটা কোন সভ্য দেশে চলতে পারে না। তাই এ সরকারকে দেশের জনগণ আর চায় না। হয় ক্ষমতা ছাড়ুন, না হলে দেশের খাদ্যদ্রব্য সহ বিদ্যুতের উন্নয়ন ঘটানোর দাবি করেন মানববন্ধনে ।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর কৃষক খেত মুজুর সমিতির নেতা শাহাবুদ্দিন বাঁটুল, অনিল কুমার বিশ্বাস প্রমূখ।


No comments:

Post a Comment

Post Bottom Ad