হোটেল আরএস থেকে মাদক বিক্রির সময় ক্যাপ্টেন নিশি সহ দুই জন আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Monday, August 29, 2022

হোটেল আরএস থেকে মাদক বিক্রির সময় ক্যাপ্টেন নিশি সহ দুই জন আটক

 যশোরের হোটেল আরএস এর তৃতীয়তলার অর্ভ্যথনা রুম থেকে মাদক বিক্রির সময় ডিবি পুলিশ তিনজনকে আটক করেছে।

এরা হলো, শহরের লোন অফিসপাড়ার মহাসিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত রাজু সাহানীর ছেলে বিপ্লব শাহিনী কৃষ্ণ (৩৩) শহরতলীর তফসীডাঙ্গা ঋষিপাড়ার নাসিম আহমেদের স্ত্রী নুসরত ইসলাম লুনা (১৯) এবং বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার আমির হোসেন মিন্টুর মেয়ে আফারোজা আক্তার ঋতু ওরফে ক্যাপ্টেন নিশি (২০)।
ডিবি এসআই শাহিনুর রহমান জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে রোববার দিবাগত রাত দেড়টার দিকে হোটেল আরএস এর তৃতীয় তলার অর্ভ্যথনা কক্ষের সামনে গিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা সেখা মাদক বিক্রির জন্য গিয়েছিল। এরা আগেও তারা একাধিকবার ওই হোটেলে মাদক বিক্রি করতে গিয়েছিলো বলে পুলিশের কাছে সংবাদ আছে।
আটককৃতদের মধ্যে কৃষ্ণর বিরুদ্ধে ৪টি, লুনার বিরুদ্ধে ৪টি এবং নিশির বিরুদ্ধে ২টি মামলা আছে কোতয়ালি থানায়।
এলাকার একটি সূত্র জানিয়েছে, হোটেল আর এস মাদক ব্যবসায়ীদের জন্য নিরাপদ স্থান। অনেক মাদক ব্যবসায়ী ওই হোটেলে রাত যাপন করে এবং সেখান থেকে মাদক কেনাবেচা হয়। পুলিশ অনেকবার ওই হোটেলে অভিযান চালিয়ে মাদক বিক্রির কথা জানতে পারে এবং আসামি আাটকও করেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad