প্রেসক্লাবের সামনে মুজিব সড়কের পশ্চিম পার্শ্বে থেকে চুরি হওয়া ইজিবাইক পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় জনাব রুপন কুমার সরকার, পিপিএম, ওসি ডিবি যশোরের নেতৃত্বে এসআই শামীম হোসেন ও এসআই মোঃ সাদ্দাম হোসেনসহ একটি চৌকস টিম কোতয়ালী মডেল থানা ও ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৯/০৭/২২ খ্রিঃ তারিখ চোর চক্রের ০২ (দুই) জন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি মোতাবেক অত্র মামলায় চুরি হওয়া ইজিবাইক, ০৫ টি ব্যাটারী ও চোরাই ইজিবাইকের বিভিন্ন খোলা পার্টস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল (১) শরিফুল ইসলাম (২১), পিতা- কামরুল ইসলাম, গ্রাম-রামভদ্রপুর, থানা-চৌগাছা। (২) শামিম মন্ডল @ কালু (২২), পিতা- ইব্রহীম মন্ডল, সাং- কাশিপুর, থানা- শার্শা, উভয়জেলা-যশোর। এসময় তাঁদের কাছ থেকে ৫টি ব্যাটারীসহ ইজিবাইক ৫ টি ব্যাটারী ও ইজিবাইকের বিভিন্ন খোলা পার্টস উদ্ধার করা হয়।
No comments:
Post a Comment