যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতিসহ একাধিক মামলার আসামি সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সদর উপজেলার সজলপুর গ্রাম থেকে বুধবার রাত ১২টার দিকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হল সদর উপজেলার শংকরপুর এলাকার খোকন মেসিয়ারের ছেলে সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বির (২০), সুজলপুর আদর্শ পাড়া এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে সাকিব হাসান (২৩), পুলেরহাট তফসিডাঙ্গা এলাকার মৃত বাচ্চু মিয়া দ্বিতীয় পিতা সেলিম মিস্ত্রি ছেলে ইব্রাহিম হোসেন ডলার ওরফে ডুইংকে অস্ত্র গুলি বিস্ফোরকসহ গ্রেপ্তার করা হয়।
যশোর পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপেন কুমার সরকার, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামিরা সদর উপজেলার সজলপুর গ্রামের মাঠপাড়ায় বড় ধরনের সন্ত্রাস ও নাশকতা কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অস্ত্র গুলি বিস্ফোরক মাদকসহ অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদেরকে আটক করে। তাদের কাছ থেকে ০১ (এক) টি ওয়ান শুটারগান, ০২ (দুই) রাউন্ড গুলি, (গ) ০৫ (পাঁচ) টি অবিস্ফোরিত ককটেল, (ঘ) ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পৃথক মামলা রুজু হয়েছে।
No comments:
Post a Comment