অপরাধ মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে নিজেদের ক্ষমতাবান হিসেবে শহরের পৌরপার্কের মেইন গেট এলাকায় অবস্থানকালে পুলিশ উঠতি বয়সের দুই সন্ত্রাসীকে দু’টি বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানার এসআই সালাউদ্দিন খান বাদি হয়ে গ্রেফতারকৃত দু’জন ও পলাতক অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দিয়েছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালনা গ্রামের বর্তমানে যশোর শহরের বারান্দীপাড়া নাথপাড়া মৃত বিষু এর বাড়ির ভাড়াটিয়া কুমারেশ চন্দ্র শাহ্ এর ছেলে শ্রী কপিল চন্দ্র শাহ্ ও খুলনা জেলার ফুলতলা উপজেলার গ্যরিসন গ্রামের দাউদ হোসেনের ছেলে জিসান হোসেন। এসময় অজ্ঞাতনামা ৩/৪জন সু- কৌশলে পালিয়ে গেছে বলে জানাগেছে।
কোতয়ালি মডেল থানার এসআই সালাউদ্দিন খান বাদি হয়ে মামলায় উল্লেখ করেন,গত ১৮ জুলাই রাতে মোবাইল-১১ ডিউটিকালে দড়াটানা মোড়ে অবস্থানকালে রাত ১১ টার পর গোপন সূত্রে জানতে পারেন শহরের পৌর পার্কের মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর কতিপয় উঠতি বয়সের যুবকেরা নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪জন সু-কৌশলে পালিয়ে গেলেও দু’জনকে গ্রেফতার করে। পরে তাদের প্যান্টের পকেটে থাকা দু’টি বার্মিজ চাকু উদ্ধার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে দ্রুত বিচার আইনে মামলা দেন। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
No comments:
Post a Comment