যশোরে যুবদল নেতা বদিউজ্জামান ধনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আল আমিন ওরফে চোর আল আমিনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। আল আমিন শহরের টিবি ক্লিনিক এলাকার রইস উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেঃ এম নাজিউর রহমান। তিনি আরও জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে আল আমিনকে আটকের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, আজ বেলা দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশের পক্ষথেকে হত্যার রহস্য উদঘাটন ও আসামি আটকের বিষয় নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেসময় পুলিশের পক্ষথেকে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও ডিবির ওসি রুপণ কুমার সরকার।
No comments:
Post a Comment