যশোরে ফেনসিডিল গাঁজা উদ্ধার,দুই নারীসহ গ্রেফতার-৬ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, July 20, 2022

যশোরে ফেনসিডিল গাঁজা উদ্ধার,দুই নারীসহ গ্রেফতার-৬

 


জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বসুুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ১শ’ ২০ বোতল ফেনসিডিল,১ কেজি গাঁজা ও ১২পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় একটি প্রাইভেটকার জব্দসহ দুই নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের শংকরপুর কলেজরোড জমাদ্দারপাড়ার আব্দুল হালিমের মেয়ে মোছাঃ ফাতেমা আক্তার শিলা,শহরের রেলগেট তেঁতুলতলা রোড পানির ট্যাংকির নুরুজ্জামান বকুলের স্ত্রী শাহিদা আক্তার,সদর উপজেলার জঙ্গলবাঁধাল (খালঘাট) গ্রামের মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম,যশোরের শার্শা উপজেলার বারীপোতা গ্রামের মৃত জালাল উদ্দিন সরদারের ছেলে গিয়াস উদ্দিন,বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত ভবেরবেড় গ্রামের শাহাজুল ইসলামের ছেলে ফয়সাল মাহমুদ ও একই থানার ভবেরবেড় গ্রামের লুৎফর রহমানের ছেলে আমিনুর ইসলাম বাচ্চু। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা মাদক আইনে তিনটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে,ডিবি’র এসআই শাহিনুর রহমানসহ একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ১৮ জুলাই বিকেল সাড়ে ৪ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে শহরের মনিহার মোড়স্থ যশোর টু নড়াইল রোডের শহীদ মিনারের উত্তর পাশের্^র গেটের সামনে (ঢাকা মেট্টো-গ-১৩-৬৬৬৪) নাম্বারের মিটসুবিসি কর্পোরেশন কোম্পানীর একটি প্রাইভেট দেখে সেখানে পৌছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কারে থাকা মাদক কারবারী গিয়াস উদ্দিন সরদার,ফয়সাল মাহমুদ ও আমিনুর ইসলাম বাচ্চু পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে গিয়াস উদ্দিন সরদারের পাঞ্জাবীর পকেট হতে ২ বোতল,ফয়সাল মাহমুদের প্যান্টের পকেট হতে ২ বোতল ও আমিনুল ইসলাম বাচ্চুর প্যান্টের পকেট হতে ৩ বোতল এবং ৯৩ বোতল বোতল ফেনসিডিল গ্রেফতারকৃতদের দেখানো মতে প্রাইভেট কারের সামনের ড্যাস বোর্ডের মধ্যে অভিনব কায়দায় থাকা অবস্থায় উদ্ধার করে।

No comments:

Post a Comment

Post Bottom Ad