যশোরে চাঁদা না দেয়ায় কলেজ ছাত্রকে মারপিট, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, July 19, 2022

যশোরে চাঁদা না দেয়ায় কলেজ ছাত্রকে মারপিট, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি

 


সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা দিতে না পারায় রিংকু নামে এক কলেজ ছাত্রকে মারপিট, নগদ টাকা ছিনতাই ও হুকমি প্রদানের ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ছাত্রের মামা রেলগেট চোরমারা দীঘিরপাড়ের মৃত দবির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন ৭ জুলাই লিখিত অভিযোগ দায়ের করেন। অথচ পুলিশ এ ব্যাপারে এখনো কোন আইনগত পদক্ষেপ গ্রহন করেনি।

অভিযোগে তিনি বলেছেন, রেলগেট চোরমরা দীঘির পাড়ের মুজিদ পুলিশের ছেলে ইমন (২৫) মেজোর ছেলে সাকিবসহ (২৩) অজ্হাত ৩/৪ জন এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ায়। আমার ভাগ্নে রিংকু চোরমারা দীঘিরপাড় জনৈক রাজুর গুলবাগ নামক ছাত্রাবাসে থেকে পড়ালেখা করে। ওই সন্ত্রাসীরা প্রায় আমার ভাগ্নেসহ মেসের অন্যান্য ছাত্রদের কাছে চাঁদা দাবি করে হুমকি ধামকি দেয়। গত ১১ জুন দুপুরে ওই সব সন্ত্রাসীসহ তাদের সহযোগী অজ্ঞাত নামা ৩/৪ জন সন্ত্রাসী মেসে যেয়ে আমার ভাগ্নে রিংকুর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ু চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে রিংকে মারপিট করে ও তার কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। আরো বলে বাকি টাকা সাত দিনের মধ্যে না দিলে মারপিটসহ ক্সতি করার হুমকি দিয়ে চলে যায়। এরপরও সন্ত্রাসীদের মধ্যে ইমন ভাগ্নে রিংকুকে ফোন করে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে রিংকু ও অন্যান্য ছাত্রদের ক্ষতিসহ মেস থেকে তাড়িয়ে দেবে বলে হুমকি দিচ্ছে। অভিযোগ আরো বলা হয়েছে সন্ত্রাসীরা যে কোন সময় ভাগ্নে রিংকু অন্যান্য ছাত্রসহ আমাকে মারপিট ও মিথ্যা মামলা দিয়ে বড় ধরনের ক্ষতি করতে পারে।

No comments:

Post a Comment

Post Bottom Ad