ইফতারি ও সেহরির অন্যতম অনুষঙ্গ কলার দাম যেন আকাশ ছুঁয়েছে যশোরের বাজারগুলোতে। রোজা শুরুর আগে বড় আকারের কলা বিক্রি হচ্ছে ছড়ি ১২০ টাকা। যে ছড়িতে থাকছে ১২/১৪ টা কলা। যার প্রতিটি দাম পড়ছে ১০ টাকা। এছাড়া যেসব কলার ডজন ছিলো ২০/৩০ টাকা তা বিক্রি হচ্ছে ৭০/৮০ টাকা। আকাশছোঁয়া দামের কলার দিকে তাকাতে পারছেন না নিম্ন ও মধ্যবিত্তরা।
এ বিষয়ে আরিফ জিহাদ নামের এক ক্রেতা বলেন, কলার এত দাম কেউ কখনও আগে দেখেনি। কলার এত দাম হাওয়ার কথা নয়। রমজানে বাজার মনিটরিংয়ের অভাবে সুযোগ নিয়েছে অসাধু ব্যবসায়ীরা।
শাহ আলম নামের অপর এক ক্রেতা বলেন, দিনভর পানাহার থেকে বিরত থেকে সন্ধ্যায় ইফতারের টেবিলে ও রাতে সেহরির খাবারে কলা ছাড়া যেন চলেই না। বিশেষ করে পাকা আম রমজানে না ওঠায় কলার চাহিদা এবার বেশি। এ সুযোগে ব্যবসায়ীরা কলার দাম বাড়িয়ে দিয়েছেন ইচ্ছেমতো। নিদারুণ অসহায় ক্রেতারা বেশি দামেই কলা কিনতে বাধ্য হচ্ছেন।
সুত্রঃ রাতদিন নিউজ
No comments:
Post a Comment