সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার যশোরে পুলিশ কনস্টেবল পদে ৭৭ জনের নিয়োগ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, April 21, 2022

সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার যশোরে পুলিশ কনস্টেবল পদে ৭৭ জনের নিয়োগ

 


নিজেদের মেধ্য ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে যশোরের ৭৭জন নারী পুরুষ চাকরি পেয়েছেন।

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার গত বুধবার রাত ৮টার দিকে চুড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত ৭৭জনের নাম ঘোষণা করেন।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো একটি প্রেস ব্রিফিং এ এই তথ্য জানানো হয়েছে। মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লোক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত বুধবার সকাল ১০টার দিকে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। রাতে নেয়া হয় মৌখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষা।

সব পরীক্ষা নেয়ার পর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার রাতে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন। নিয়োগপ্রাপ্ত সকলকে তিনি ফুল দিয়ে বরণ করেন। অর অকৃতকার্যদের ফের চেষ্টা করার আহবান জানান।

No comments:

Post a Comment

Post Bottom Ad