দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের এক্সিকিউটিভ অফিসার পদে রোববার যোগদান করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের সেই অদম্য মেধাবী হাত-পা বিহীন প্রতিবন্ধী শাহিদা বেগম।
রোববার অভয়নগর উপজেলায় আকিজ গ্রুপের অফিসে তার হাতে নিয়োগপত্র তুলে দেয়া হয়। এ সময় জেলা পুলিশের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান।
ঝিকরগাছার শিমুলিয়া গ্রামের অভাবি কিন্তু দারুন মেধবী শাহিদা গত বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কিন্তু চাকরি না পেয়ে হতাশ হন।
একটি অনলাইনের মাধ্যমে এই সংক্রান্ত একটি সংবাদ নজরে আসে বাংলাদেশ নারী পুলিশ কল্যাল সমিতির (পুনাক) সভানেত্রী জিশান মীর্জার।
তিনি জেলা পুলিশ সুপারের সহযোগিতায় এই বিষয়ে খোঁজ খবর নেন এবং শাহিদার সাথে কথা বলেন। এবং তার ইচ্ছার কথা মনোযোগ সহকারে শোনেন।
পরে গত ২৩ মার্চ পুনাক সভাপতি যশোরে আসেন এবং শাহিদার সাথে দেখা করে তার ইচ্ছা পুরন করেন। তার
হাতে আকিজ গ্রুপের একটি নিয়োগপত্র তুলে দেন।
ওই নিয়োগপত্র নিয়ে শাহিদা রোববার সকালে আকিজ গ্রুপের অভয়নগর অফিসে গিয়ে যোগদেন। চাকরিতে যোগ দিয়ে শাহিদা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন এবং সাথে আকিজ গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
No comments:
Post a Comment