প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছে যশোরের ৬১০ পরিবার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Monday, April 25, 2022

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছে যশোরের ৬১০ পরিবার

 


যশোরের ভূমি ও গৃহহীন ৬১০টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের উপহার হিসেবে পাকা ঘর পাচ্ছে।

আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকার ভোগীদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান জানান, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

আশ্রায়ণ-২ প্রকল্প থেকে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরো জানান, আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় যশোর জেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এ পর্যন্ত ১১৮১ জন ‘ক’ শ্রেণীর ভূমিহীন

ও গৃহহীন পরিবারকে পরিবার প্রতি ২ শতাংশ খাস জমি ও নির্মিত ঘর প্রদান করা হয়েছে। এ জেলায় তৃতীয় পর্যায়ে ৬১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘর দেয়া হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad