যশোরে কিশোর গ্যাংয়ের তিন নারী সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পৌরপার্ক থেকে কোতোয়ালি থানা পুলিশ তাদের আটক করে। আটকরা হচ্ছে, শহরতলির ঝুমঝুমপুরের আমির হোসেন মিন্টুর মেয়ে নিশি ওরফে ক্যাপ্টেন নিশি, হাসান বিশ্বাসের মেয়ে নিলা আক্তার পাখি ও সদর উপজেলার তপসীডাঙ্গা গ্রামের আব্দুল হান্নানের মেয়ে নুসরাত ইসলাম ।পুলিশ জানিয়েছে, শহরের অপরাধ দমনের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় পৌরপার্কে অভিযান চালানো হয়। ওইসময় পৌরপার্ক থেকে গ্রুপ লিডার নিশি ওরফে ক্যাপ্টেন নিশি সহ দুই কিশোরীকে আটক করে পুলিশ। পরে তাদের থানায় নেয়া হয়।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এদিন তারই অংশ হিসেবে পৌরপার্ক থেকে ওই তিনজনকে আটক করা হয়েছে।
No comments:
Post a Comment