যশোর জিলা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, March 3, 2022

যশোর জিলা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

 


যশোর জিলা স্কুলে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। প্রধান শিক্ষক সোয়াইব হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, সহকারী প্রধান শিক্ষক (দিবা) সেলিনা খাতুন, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) নারায়ণ চন্দ্র দেবনাথ ও সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান।

এর আগে  ১৯৭১ সালের সকল বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথ বাক্য পাঠ করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ৩৫টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad