শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে ২৪ ঘণ্টা পর বেনাপোলে চালু আমদানি-রপ্তানি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Monday, March 28, 2022

শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে ২৪ ঘণ্টা পর বেনাপোলে চালু আমদানি-রপ্তানি

 


প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে বেনাপোল স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। পুলিশের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন স্থল বন্দরের শ্রমিকরা। আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে সোমবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিলো বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।


বন্দর এলাকায় এরইমধ্যে আটকে পড়েছে ৫ হাজারের বেশি পণ্যবাহী ট্রাক। বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে উদ্বিগ্ন ব্যবসায়ীদের মধ্যে । সোমবার সকালে বেনাপোল স্থলবন্দর এলাকায় বোমা হামলা ও ভাংচুরের ঘটনায় ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিশ।

বেনাপোল স্থলবন্দরে শেড দখল ও ইউনিয়নে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দু'পক্ষের মধ্যে চলছে বিরোধ। এরই জেরে সোমবার সকালে শ্রমিকদের একটি পক্ষ বন্দর এলাকায় বোমা বিস্ফোরণ ঘটায়। এসময় শ্রমিক ইউনিয়নের দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে আহত হন অন্তত ২০ জন।

সংঘর্ষের পর বন্ধ হয়ে যায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। দীর্ঘ হতে থাকে আটকা পড়া ট্রাকের সারি। এ অবস্থায় পচনশীল পণ্য নিয়ে দুর্ভোগে পড়েছিলেন ব্যবসায়ীরা।

সংঘর্ষের পর বন্দর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

No comments:

Post a Comment

Post Bottom Ad