ভেজাল ও নকল সন্দেহে যশোরের বাহাদুরপুরে অবস্থিত সরকারি বিসিআইসি (বাফা) সার গুদামে ৫ ট্রাক টিএসপি সার জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করতে মাঠে নেমেছেন সরকারি সার উৎপাদন প্রতিষ্ঠান চট্টগ্রাম টিএসপি কমপ্লেক্স ও বিসিআইসির উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টিম। ১৯ ও ২০ মার্চ তারা তদন্ত কার্যক্রম পরিচালনাসহ সারের নমুনা সংগ্রহ করেছেন।ভেজাল সার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে পরীক্ষা ছাড়া এখনই ওই সার নিয়ে মন্তব্য করছেন না তারা।
Post Top Ad
as
a1
Sunday, March 20, 2022
ভেজাল ও নকল সন্দেহে যশোরের সরকারি বিসিআইসি সার গুদামে ৫ ট্রাক টিএসপি সার জব্দ
ভেজাল ও নকল সন্দেহে যশোরের বাহাদুরপুরে অবস্থিত সরকারি বিসিআইসি (বাফা) সার গুদামে ৫ ট্রাক টিএসপি সার জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করতে মাঠে নেমেছেন সরকারি সার উৎপাদন প্রতিষ্ঠান চট্টগ্রাম টিএসপি কমপ্লেক্স ও বিসিআইসির উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টিম। ১৯ ও ২০ মার্চ তারা তদন্ত কার্যক্রম পরিচালনাসহ সারের নমুনা সংগ্রহ করেছেন।ভেজাল সার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে পরীক্ষা ছাড়া এখনই ওই সার নিয়ে মন্তব্য করছেন না তারা।
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
সবার আগে সত্য নির্ভীক সংবাদ প্রচার করাই আমাদের একমাত্র লক্ষ ।
No comments:
Post a Comment