দড়াটানা থেকে ফেনসিডিলসহ চৌগাছার কাফি ও শাকিল আটক, গাড়ি জব্দ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Monday, February 7, 2022

দড়াটানা থেকে ফেনসিডিলসহ চৌগাছার কাফি ও শাকিল আটক, গাড়ি জব্দ

 


যশোরে ডিবির অভিযানে ফেনসিডিলসহ চৌগাছার দুই যুবককে আটক করেছে। এসময় তাদের কাছথেকে একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, চৌগাছা উপজেলার নিয়ামতপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল কাফি ও কারিগরপাড়ার শরিফুলের ছেলে শাকিল রেজা।

রোববার বেলা ১টার পর  ডিবি পুলিশের যশোরের এসআই  আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষের  সমন্বয়ে একটি টিম শহরের  দড়াটানার নিউ ভৈরব হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে থেকে তাদের আটক করে। পরে তাদের কাছথেকে দুই বোতল ফেনসিডিল ও ব্যবহিত নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad