বিশ্ব ইয়োগা প্রতিযোগিতায় মণিরামপুরের শিশু আরিশার বিশ্ব স্বর্ণপদক লাভ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, February 5, 2022

বিশ্ব ইয়োগা প্রতিযোগিতায় মণিরামপুরের শিশু আরিশার বিশ্ব স্বর্ণপদক লাভ

 


বিশ্ব ইয়োগো প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেছে মানহা ইসলাম আরিশা। মাত্র ৬ বছর বয়সে এ স্বর্ণপদক লাভ করায় দেশের মুখ উজ্জ্বল করেছে আরিশা। আরিশা পৌর এলাকার দূর্গাপুর গ্রামের এজেড মার“ফুল ইসলাম দিলশাদের একমাত্র মেয়ে। খবর পেয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান তার নিজ দপ্তরে ডেকে ক্রেস্ট দিয়ে তাকে সংবর্ধনা দিয়েছেন। 

এর আগে জাতীয় পর্যায় জুজুৎসু কারাত প্রতিযোগিতায় আরিশার মা রাবেয়া খাতুন মৌসুমি স্বর্ণপদক এবং আরিশা ব্রোঞ্জ পদক অর্জন করেন।
আরিশা মা রাবেয়া খাতুন মৌসুমি জানান, বিশ্ব ইয়োগা প্রতিযোগিতায় অংশ নিতে আরিশার ইভেন্টগুলো (ত্রিকোনাসন, বৃক্ষাসন, চক্রকারাসন, ভাজারাসন, উৎকোট আসন ও ভূজাঙ্গাসন) ভিডিও আকারে সেখানে পাঠান। এতে প্রাথমিকভাবে নির্বাচিত হলে গত ১৫ জানুয়ারি ভারতের বিকাশনগর কানপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অনলাইন (ভিডিও কনফারেন্স) মাধ্যমে ওয়ার্ল্ড ইয়োগা চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগীতায় অংশ নেয় আরিশা। ৩১ জানুয়ারী প্রতিষ্ঠানটি জেনারেল সেক্রেটারি সোবিত পান্ডে ফলাফল ঘোষণা করেন। খবর জানতে পেরে গত ২ ফেব্র“য়ারি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান আরিশাসহ ৪ জনকে নিজ দপ্তরে ডেকে পাঠান। এসময় তিনি আরিশাসহ ৪ জনকে (জাতীয় জুজুৎসু প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয়ী) সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।কেবল আরিশা নয়, এই মর্যাদায় ন পেয়েছে বাংলাদেশের আরো ৪জন শিশু। শিশুরা ইয়োগা প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান লাভ করায় স্বর্ণপদকে ভূষিত করেন তাদের। স্বর্ণ পদক অর্জনের বিষয় আরিশার অভিভাবককে অবহিত করেন বাংলাদেশে অবনরত ইয়োগা ফেডারেশনের সেক্রেটারি জেনারেল শরবোজিত চন্দ্রা সূত্রধর।

1 comment:

  1. The aim is to foretell which hand will rating closest to 9 points the Player or the Banker. If you“re not satisfied either hand will rating nearer to 9 points, have the ability to|you presumably can} bet the 2 palms will tie. Go forward, step 카지노 사이트 behind the velvet ropes right into a simple and chic world of gaming that you“re positive to understand. Play Now In our newest sport, Nine Realms, ancient enemies battle for management of the protect of swords - and with it, a fiery kingdom.

    ReplyDelete

Post Bottom Ad