যশোরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ে একটি ক্লাবের মধ্যে প্রতিপক্ষ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন বিতর্কিত যুবলীগ কর্মী ইয়াসিন (৩৩)। তিনি একটি মসজিদের মোয়াজ্জিম মুনির হোসেনের ছেলে এবং যুব রাজনীতির সাথে জড়িত।১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার উপর হামলা চলে। আর হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৮ টায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকার চিহ্নিত একটি চক্র জড়িত বলে পুলিশ জানিয়েছে। তাদের আটকে অভিযান চলমান রয়েছে।
স্থানীয় ও থানা সূত্র জানিয়েছে, এদিন সন্ধ্যায় চোপদারপাড়ার আকবরের মোড়ের ব্রাদার্স ক্লাবের মধ্যে বসেছিলেন ইয়াসিন। এসময় স্থানীয় একটি চক্র ইয়াসিনের সাথে প্রথমে বাক-বিতন্ডা করে। পরে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে এলোপাতাপাড়ি ছুরিকাঘাত করে ফেলে যায় তারা। তার চিৎকার ও আশেপাশের লোকজনের ছুটাছুটিতে আতংকের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ও আপনজনেরা মাটিতে লুটিয়ে পড়া ইয়সিনকে উদ্ধার করে হাসপাতালে নেন। পরে রাত সাড়ে ৮ টায় তিনি মারা যান। ঘটনার সংবাদে যশোর কোতোয়ালি থানার এসআই বিমান কুমার, এসআই শংকর কুমার, এসআই মাহিদুল ইসলাম, এসআই আল মিরাজ ঘটনাস্থলে ও হাসপাতালে যান। তারা নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলেন।
অভিযানিক দলে অফিসারগন জানান, ঘটনায় স্থানীয় দুর্বৃত্তরা জড়িত বলে তথ্য মিলেছে। তাদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ইতিমধ্যে হাসপাতাল থেকে ফিরে তারা ঘটনাস্থল এলাকায় অভিযান পরিচালনা করছেন।
এদিকে স্থানীয়রা জানান, ইয়াসিন সক্রিয়ভাবে যুবলীগ করেননি কখনও। দৃশ্যত কোনো পদও ছিলো না। তবে কাজীপাড়ার এক যুবলীগ নেতার সাথে তার সখ্যতা ছিল। তার সাথে বিভিন্ন মিছিল মিটিং-এ দেখা যেত। তার নামে থানায় মামলা রয়েছে। স্থানীয়ভাবে আধিপত্য নিয়ে অপর একটি চক্রের সাথে তার দ্বন্দ্ব ও দুরত্ব চলে আসছিল। অনৈতিক ও আধিপত্য দ্বন্দ্বের জের হিসেবে তিনি খুন হয়েছেন বলেও দাবি স্থানীয়দের।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানিয়েছেন, হত্যাকান্ডের ঘটনায় পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে। ঘটনায় কারা জড়িত এবং কেন এই হত্যাকান্ড এ নিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। পরিবারের লোকজন ও নিহতের কাছের লোকজনের সাথে কথাও বলা হচ্ছে। ঘটনায় জড়িতদের দ্রুতই আটক করে আইনে সোপর্দ করা হবে।
Casino - Dr.MCD
ReplyDeleteThe gaming and entertainment complex 원주 출장마사지 is a dynamic destination offering a wide variety of entertainment, dining, and gambling 김해 출장샵 options. 제주 출장안마 The casino's 24 Jan 26, 2022 - Jan 27, 2022Theatre at 속초 출장마사지 the 경기도 출장샵 Borgata