চাঁচড়ায় বিজয়ী প্রার্থী ও তার কর্মীদের প্রাণ নাশের হুমকি থানায় গণঅভিযোগ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Monday, January 10, 2022

চাঁচড়ায় বিজয়ী প্রার্থী ও তার কর্মীদের প্রাণ নাশের হুমকি থানায় গণঅভিযোগ


 যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের নির্বাচনে মেম্বার পদে পরাজিত হয়ে বিজয়ী প্রার্থী ও তার নির্বাচনী কর্মীদের মারপিট ও খুন জখমের হুমকি দেয়া হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। করিচিয়া গ্রামের মৃত মাতব্বর মোল্লার ছেলে আনারুল ইসলাম রোববার কোতোয়ালি থানায় এ অভিযোগ করেন। অভিযোগপত্রে আনারুলসহ একশ’ ৫২ জন গ্রামবাসী স্বাক্ষর করেন।

অভিযোগে বলা হয়েছে, গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে চাঁচড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে তিনি  মেম্বার পদে জয়ী হন। অন্যদিকে করিচিয়া গ্রামের মোজাম বিশ^াসের ছেলে ইব্রাহিম বিশ^াস পরাজিত হন। এতে ইব্রাহিম বিশ্বাস ক্ষুব্ধ হয়ে আনারুল ও তার নির্বাচনী কর্মীদের প্রকাশ্যে মারপিটসহ খুনজখমের হুমকি দিচ্ছেন। গত ৬ জানুয়ারি দুপুরে গ্রামের বাজারে সানুর চায়ের দোকানের সামনে ইব্রাহিম বিশ^াস অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে কুতুব মেম্বারের বাড়ি যেয়ে প্রকাশ্যে হুমকি দেয়।
অভিযোগে আরও দাবি করা হয়, ইব্রাহিম বিশ^াস বাগেরহাট বাজারে প্রকাশ্যে আতর মোড়লকে গুলি করে হত্যার হুমকি দেন। 

No comments:

Post a Comment

Post Bottom Ad