যশোরের তৃতীয় লিঙ্গের লাবনীকে ছুরি গলা কেটে হত্যা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, January 8, 2022

যশোরের তৃতীয় লিঙ্গের লাবনীকে ছুরি গলা কেটে হত্যা

 

যশোরে লাবনী (৩৫) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত লাবনীর বাবা যশোর শহরের বেজপড়ার এলাকার করিম মিস্ত্রী। শনিবার  সকাল ৮টার পর যশোর   সদর উপজেলার হালসা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নাজমা ও সেলিনা জানান,  তারা তিনজন এক সাথে যশোর শহরের ধর্মতলায় হিজড়া সরদার পান্জারির অধীনে ছিলেন। বিভিন্ন কারণে তারা তিনজন পান্জারির থেকে আলাদা হয়ে যান। এনিয়ে পান্জারি ও তার লোক মুন্নি, বর্ষা, ও সনিয়া প্রায়ই সময় তাদের হত্যার হুমকি দিতেন।

শনিবার সকালে তারা তিনজন গ্রামে যান। হালসা ব্রীজের কাছে পৌঁছালে মুখে মাস্ক পরা দুইজন এসেই লাবনীর গলায় ছুরি দিয়ে পোছ দেয়। এসময় লাবনী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় লাবনীকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। 


হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন,  তাকে হাসপাতেলে আনা হয়। দ্রুত তাকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়। কিন্তু অপারেশনের টেবিলে তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad