আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোর সদর উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সোমবার পর্যন্ত ১৫টি ইউনিয়নে ৭শ’১৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৬১, সাধারণ ওয়ার্ডে ৫শ’৮০ ও সংরক্ষিত ওয়ার্ডে ১শ’৫৫ জন প্রার্থী রয়েছেন। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে সকল প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে হবে।সূত্র জানিয়েছে,
চাঁচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে শামসুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাধারণ ওয়ার্ডে ৩৮ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ফতেপুর ইউনিয়নে চারজন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ ওয়ার্ডে ২৪ জন ও সংরক্ষিত ওয়ার্ডে সাতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কাশিমপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তিনজন, সাধারণ ওয়ার্ডে ১৮ জন ও সংরক্ষিত দু’জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চুড়ামনকাটি ইউনিয়নে চারজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, আব্বাস উদ্দীন, নুরুজ্জামান ও আলমগীর কবীর। এ ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে ৪০ জন ও সংরক্ষিত ওয়ার্ডে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বসুন্দিয়া ইউনিয়নে চারজন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ ওয়ার্ডে ৪১ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
হৈবতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ ওয়ার্ডে ৫৮ জন ও সংরক্ষিত ওয়ার্ডে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
লেবুতলায় কোনো চেয়ারম্যান প্রার্থী সোমবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এই ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে ২৩ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ইছালী ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন,সাধারণ ওয়ার্ডে ২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
No comments:
Post a Comment