যশোরে করোনা টিকার বুস্টার ডোজের উদ্বোধন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, December 29, 2021

যশোরে করোনা টিকার বুস্টার ডোজের উদ্বোধন

 


সারাদেশের ন্যায় যশোরেও শুরু হয়েছে বহু কাঙ্খিত করোনার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম। প্রথম দিনে জেলায় ছয়শ’ ২৪ জনকে এ টিকা দেয়া হয়েছে। এরমধ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঁচশ’ ৯৪ ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন রয়েছে। সকাল সাড়ে আটটায় হাসপাতাল টিকা কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করেন সিভিল সার্জন শেখ আবু শাহীন।

তিনি জানান, যারা বুস্টার ডোজ পাবেন তাদেরকে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেয়া হবে। ইতিমধ্যে দু’ ডোজ টিকা নিয়েছেন এবং ছয় মাস পার হয়েছে, ষাটোর্ধ্ব এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এই এসএমএস যাবে। তবে, অগ্রাধিকার ভিত্তিতে ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হচ্ছে।
তিনি জানান, টিকার কোনো স্বল্পতা নেই। পর্যায়ক্রমে সকলেই এ বুস্টার ডোজ পাবেন। 

No comments:

Post a Comment

Post Bottom Ad