যশোরে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের আরও ৮ নেতাকে বহিস্কার করা হয়েছে। নৌকা প্রতীকের বিরোধীতা করায় জেলা আওয়ামীলীগ এ সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
বহিস্কৃতরা হলেন, চাঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলী মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন, যুবলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন বাবু ও স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আনোয়ার হোসেন।
এছাড়া দেয়াড়া ইউনিয়নের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার এবং সাবেক নির্বাহী সদস্য শাহাদৎ হোসেন।
বহিস্কৃত নেতৃবৃন্দ বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেয়ায় দল এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন জানান। এর আগে যশোর সদর উপজেলার ১৫ ইউনিয়নের বিদ্রোহী ২৮ নেতাকে বহিস্কার করা হয়েছিলো। যাদের সকলেই আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা ছিলেন।
No comments:
Post a Comment