সারা দেশের মতো স্বাস্থ্যবিধি মেনে যশোরেও শনিবার থেকে শুরু হয়েছে চারদিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এই চারদিন জেলার আট উপজেলায় ৩ লাখ ২৬ হাজার ৮৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ২৯৩টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
শনিবার সকাল ৯টার দিকে যশোরের নিউমার্কেট এলাকার শিশু হাসপাতালে সিরাজুম মুনিরাকে একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জেলায় ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. সাইনূর সামাদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন, সদর উপজেলার স্বাস্থ্য কর্তকর্তা (ভারপ্রাপ্ত) ইফাত জেরীন নুরানী ও সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা আরিফ আহম্মেদ।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, স্বাস্থ্যবিধি মেনে জেলায় ৬-১১ মাস বয়সী ৩৭ হাজার সাতশ ৯০ শিশু এবং ১২-৫৯ মাস বয়সী দুই লাখ ৮৮ হাজার ২২৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
No comments:
Post a Comment