যশোরের নতুনহাট থেকে চার কোটি টাকার সোনার বার সহ দুইজন আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, December 10, 2021

যশোরের নতুনহাট থেকে চার কোটি টাকার সোনার বার সহ দুইজন আটক

 


যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোলে সড়কের নতুনহাট এলাকা থেকে প্রায় ছয় কেজি ওজনের ৫০টি সোনার বারসহ দুইজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার পেরুলিয়া গ্রামের তৌহিদুল ইসলাম ও ইমরান হোসেন। তাদের দেহ তল¬াশি করে
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, শুক্রবার সকালে বেনাপোল বিজিবি কোম্পানী সদরের সুবেদার মোঃ আহসান হাবিবের নেতৃত্বে এশটি টিম যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় বেনাপোলগামী একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল¬াশি করে। এসময় দুই আরোহীর কাছথেকে ৫০ টি বার উদ্ধার করা হয়। যার ওজন পাঁচ কেজি ৮৪০ গ্রাম।
তিনি আরও জানান আটককৃতরা কোমরে বেধে স্বর্ণ পাচার করছিলো। যার আনুমানিক মূল্য চার কোটি আট লাখ ৮০ হাজার টাকা

No comments:

Post a Comment

Post Bottom Ad