বিজয়ের ৫০ বছর উদযাপন করবে সাংস্কৃতিক জোট,যশোর জুড়ে ২১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, December 5, 2021

বিজয়ের ৫০ বছর উদযাপন করবে সাংস্কৃতিক জোট,যশোর জুড়ে ২১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

 

বিজয়ের ৫০ বছর উদযাপনে যশোরে ৫ ডিসেম্বর শুরু হচ্ছে জেলাজুড়ে ২১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। ঐতিহাসিক যশোর রোডকে উপজিব্য করে ‘মুক্তিযুদ্ধে যশোর রোড’ শিরোনামে আর্ট ক্যাম্পে ছবি আঁকার মধ্য দিয়ে শুরু হবে এ উৎসব। ৫০ জন দেশ বরেণ্য চিত্রশিল্পী যশোর পৌর উদ্যানে এ ছবি আঁকবেন। যশোর জেলা প্রশাসনের সহায়তায় যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ণাঢ্য এ উৎসব আয়োজন করা হয়েছে।

উৎসব কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য ঐতিহাসিক টাউন হল ময়দানে ৬ ডিসেম্বর সকালে সাড়ে ১১টায় যশোর মুক্ত দিবস ও এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ৫০জন শিল্পীর পরিবেশনায় মাহান মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ী গণসঙ্গীত জয় বাংলা বাংলার জয়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বিজয়ের গান ‘বিজয় নিশান উড়ছে ওই’ পরিবেশনের পর জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ পরিবেশনার সাথে সাথে ৫০ জন বীরমুক্তিযোদ্ধা জাতীয় পতাকা উত্তোলন করবেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর বর্ণীল ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।
টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে ৭ হতে ১১ ডিসেম্বর সাংস্কৃতিক উৎসব চলবে। উৎসবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, লোকসঙ্গীত পরিবেশন করবেন যশোরের সকল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। ১১ ডিসেম্বর হবে সংস্কৃতি সমাবেশ। প্রতিদিন বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ সাংস্কৃতি অনুষ্ঠান।
এরপর ১৭ ডিসেম্বর যশোর জেলার ৭টি উপজেলা শহরে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপরে ১৮ ডিসেম্বর হতে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আরো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শনিবার (৪ ডিসেম্বর ২০২১) বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন পর্ষদ’২১ এ উৎসব বিষয়ক অবহিতকরণ এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়- বিজয়ের ৫০ বছর উদযাপন আমাদের জীবনে এক অনন্যপ্রাপ্তী। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং বর্তমান ও আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শানিত করার লক্ষ্য নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন পর্ষদ’২১ এর চেয়ারম্যান হাবিবা শেফা, ভাইস চেয়ারম্যান সুকুমার দাস, হারুণ অর রশীদ, দীপংকর দাস রতন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, এসএম তৌহিদুর রহমান, সাজেদ রহমান বকুল, সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু, অনুষ্ঠান উপপরিষদের আহ্বায়ক অ্যাড. মাহমুদ হাসান বুলু, অর্থ উপপরিষদের আহ্বায়ক তরিকুল ইসলাম তারু, প্রচার উপপর্ষদের আহ্বায়ক শরিফুল ইসলাম, অপ্যায়ণ উপপর্ষদের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

No comments:

Post a Comment

Post Bottom Ad