খালধাররোডে জুয়ার আসরে র‌্যাবের অভিযান, আটক ৫ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, December 3, 2021

খালধাররোডে জুয়ার আসরে র‌্যাবের অভিযান, আটক ৫

 


র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা জুয়া খেলার অপরাধে ৫জনকে আটক করেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে শহরের খালধার রোডস্থ ইসলাম নামে এক ব্যক্তির মালিকানাধীন দোতলা ভবনের দ্বিতীয় তলায় ইসলাম ক্লাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো, বারান্দীপাড়া কদমতলা এলাকার মোক্তার মল্লিকের ছেলে হাফিজুর রহমান (৩৫), মৃত করম আলীর ছেলে ওমর আলী শেখ (৬৫), মৃত আব্দুল কাশেমের ছেলে মাসুদ রানা (৪২), চাঁচড়া রায়পাড়া এলাকার মোসলেম আলীর জামাই জাহাঙ্গীর শেখ (৪৫) এবং লোনঅফিস পাড়ার ইসহাক মিয়ার ভাড়াটিয়া মৃত সাহেব আলীর ছেলে সিদ্দিক ওরফে জাহাঙ্গীর (৬৭)।
র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই ভবনে ইসলাম ক্লাব নামে একটি ঘরে বসে ৫জন জুয়া খেলছিল। দুপুরে সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ সেট তাস, ২৩ হাজার ১২০ টাকা, ৮ প্যাকেট সিগারেট এবং ৪টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad