যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে কাউন্সিলরের হামলা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, December 28, 2021

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে কাউন্সিলরের হামলা


দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কালীগঞ্জগামী বাস চামেলী। হামলায় বিশ্ববিদ্যালয় বাসটি ভাংচুর সহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় থেকে কালীগঞ্জে রুটে যাওয়ার সময় দুলালমন্দিয়া নামক জায়গার কাছাকাছি পৌঁছালে এ হামলা হয়।

বাসে থাকা যবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা সাইফুর রহমান জানান, ‘যশোর ঝিনাইদহ মহাসড়কের দুলালমন্দিয়ার কাছাকাছি পৌঁছালে একটি মোটরসাইকেল বাসের সামনে দাঁড় করালে পরিবহন চালক বাস থামান। এরপর কিছু বুঝে উঠার আগেই মোটরসাইকেল থেকে নেমে গাড়ির গ্লাস ভাংচুর করে ড্রাইভারকে এলোপাতাড়ি মারধর শুরু করে তারা। অল্প সময়ের মধ্যে এই হামলায় স্থানীয় কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু তার অনুসারীদের নিয়ে হামলায় অংশগ্রহণ করে এবং ভাঙচুর চালায়। এতে বাস চালক সহ আরও দুই জন গুরুতর আহত হয়েছেন।’

এ ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন, ‘হামলার ঘটনার অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে এবং লিটন নামের একজনকে আটক করা হয়েছে।’ 

জানা গেছে কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু স্থানীয় সাংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার এর আপন ভাতিজা।

No comments:

Post a Comment

Post Bottom Ad