জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দু’দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে যশোর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মিলনী ইনস্টিটিউশন মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোস্না আরা মিলি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার। এ সময় আরও বক্তৃতা করেন উপজেলা ইন্সট্রাক্টর সাইদুল হক, উপজেলা সহকারী প্রোগ্রামার ফারুক হোসেন, সমবায় অফিসার রণজিৎ কুমার দাস, যুব উন্নয়ন অফিসার নাজিমুদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, প্রকল্প কর্মকর্তা নুরুল ইসলাম, যুবলীগ নেতা শফিকুল আলম পারভেজ,জাফর ইকবাল ও মাসুদ রানা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এসএম আশিক আহমেদ। সর্বমোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে।
No comments:
Post a Comment