যশোরে শার্শা উপজেলার পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, November 27, 2021

যশোরে শার্শা উপজেলার পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১


যশোরের শার্শা উপজেলার পোষ্টার সাঁটানোকে কেন্দ্র করে দুই ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও আহত হয়েছেন উভয় প্রার্থীর ১১ জন সমর্থক।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে। নিহত কুতুব উদ্দিন (৩০) রুদ্রপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে ও আনারস প্রতীকের সমর্থক। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুত্বর।

এর আগে সকালে একই ইউনিয়নের ভবানীপুর গ্রামে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও স্থানীয় মেম্বার প্রার্থী বাবলু রহমানের ভাই আরিফ ইকবাল (৩৮) কে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। টানটান উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায়। যে কোন সময় আবারো হামলার আশংকা করছে এলাকাবাসী। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে রুদ্রপুর বাজারে পোস্টার সাঁটানো নিয়ে বর্তমান মেম্বার হবিবর রহমানের সাথে তার আপন চাচাতো ভাই মেম্বার প্রার্থী ইকতিয়ারের সাথে তর্ক হয়। এসময় আরেক পক্ষ এসে তর্কে যোগ দিয়ে মারামারিতে লিপ্ত হয়। দেশিয় অস্ত্র রামদা, লাঠি লোহার রড নিয়ে একে অপরকে কুপিয়ে ও মারপিট করে আহত করে। এদের মধ্যে হবিবর মেম্বার নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু ও চাচাতো ভাই ইকতিয়ার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেনের সমর্থক।

আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত মন্টুকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থী নৌকার বর্তমান চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নির্বাচনের আগের দিনে এই মারামারি পরিকল্পিত ভাবে করা হয়েছে। যাতে ভোটাররা ভোট কেন্দ্রে না যায়।

শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, ঘটনার পর পরই পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন মারা গেছেন। পুলিশি টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

No comments:

Post a Comment

Post Bottom Ad