যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসন্ন সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নওয়াপাড়া ও আরবপুর ইউনিয়নের বর্ধিত সভা অনুস্থিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান সহ দু’টি ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় দু’টি ইউনিয়নে ২৮ জন চেয়ারম্যান পদে প্রার্থী হতে আবেদন জানান। এর মধ্যে আরবপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহারুল ইসলাম, মীর আরশাদ আলী রহমান, একরামুল কবির রবিউল, আব্দুর রহমান চুন্নু, মিজানুর রহমান মুকুল, সাহিদুল ইসলাম সাঈদ সরদার, নুরুল ইসলাম, মোশাররফ হোসেন সরদার, সাইদুজ্জামান বাবু, শহিদুজ্জামান শহিদ, খন্দকার ফারুক আহমেদ বাবু ও উজ্জ্বল হোসেন জয় প্রার্থী হতে আবেদন করেছেন।
নওয়াপাড়া ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, কাজী আলমগীর হোসেন, মাহবুবুর রহমান মৃদুল, রফিকুল ইসলাম ফুল,আবু তালেব, রেজাউল ইসলাম, ওসমান গনি, কেরামত আলী, হুমায়ুন কবির তুহিন,রাজিয়া সুলতানা, বিএম জাকির হোসেন, সোহেল রানা, সাজেদুল হক রিপন, হারুনার রশিদ লাভলু, মশিয়ার রহমান, হায়দার আলী ও বজলুর রহমান।
No comments:
Post a Comment