২ ডিসেম্বর থেকে চলবে ‘বেনাপোল এক্সপ্রেস’ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, November 27, 2021

২ ডিসেম্বর থেকে চলবে ‘বেনাপোল এক্সপ্রেস’


ঢাকা থেকে যশোরের বেনাপোল রুটে চলাচলকারী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি ফের চালু হতে যাচ্ছে। আগামী ২ ডিসেম্বর থেকে চাকা গড়াবে ট্রেনটির।

শুক্রবার (২৬ নভেম্বর) বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২ ডিসেম্বর থেকে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি চলবে বলে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছ বেনাপোল চেকপোস্ট দিয়ে করোনার আগে প্রতিদিন ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৫-৬ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করতেন। করোনাভাইরাসের কারণে দেশের সব ট্রেন চলাচল বন্ধ হলে ৫ এপ্রিল থেকে ঢাকা-বেনাপোল রুটে আন্তঃনগর এ ট্রেনটিও বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল ভারতে যাতায়াতকারীদের, বিশেষ করে চিকিৎসার জন্য যাতায়াতকারী যাত্রীদের। পরে সরকার সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিলে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটিও চালুর দাবি জানানো হয়।


No comments:

Post a Comment

Post Bottom Ad