সারাদেশে চলমান কাগজপত্র ত্রুটি ও হেলমেট বিহীন মোটরসাইকেল আটক অভিযানের প্রেক্ষিতে আজ সকাল সাড়ে নয়টায় যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন যশোর ট্রাফিকের টিএসআই মাসুম ও এ এস আই মোজাম্মেল হোসেন সহ সঙ্গীয় ফোর্স।
এসময় কাগজপত্রে বিভিন্ন ক্রটি থাকার কারণে কয়েকটি গাড়িতে মামলা এবং কাগজপত্র না থাকার কারণে কয়েকটি গাড়ি জব্দ করে স্থানীয় বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। প্রশাসনিক কর্মকর্তারা বলেন হেলমেট এবং যথাযথ কাগজপত্র বিহীন কেউ বাইক নিয়ে রাস্তায় চালাবেন না। নিজে সুস্থ থাকুন দেশ ও জাতীকে সুস্থ রাখুন।
No comments:
Post a Comment