যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, November 13, 2021

যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ


বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বেতনা কমিউটার’ ট্রেনের একটি বগি যশোরে লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনা থেকে ঢাকা ও উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ দিকে যশোর রেল স্টেশনে ২ নম্বর ফ্লাটফর্মে যাওয়ার সময়ে এই এদুর্ঘটনা ঘটে। 

 

যশোর রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হোসেন জানান, বিকাল সাড়ে ৪ টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনটি যশোর স্টেশনে পৌঁছালে স্টেশনের প্রথম লাইন থেকে তৃতীয় লাইনে যাওয়ার সময়ে ট্রেনের দ্বিতীয় বগিটি লাইনচ্যুত হয়। খবর পেয়ে সন্ধ্যায় দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারে খুলনা থেকে রিলিফ ট্রেন এসে পৌঁছেছে। রিলিফ ট্রেনটি উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

কয়েক ঘণ্টার মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করছেন স্টেশন মাস্টার আয়নাল হোসেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad