যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকুকে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।
সোমবার (৮ নভেম্বর) রাতে ৬০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এসময় তার দুই সহযোগীকে আটক ও একটি ট্রাক জব্দ করে পুলিশ।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাতে ঝিকরগাছা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা ব্রিজ সংলগ্ন স্বর্ণপট্টি এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৬০ বোতল ফেনসিডিলসহ নাভারণের শাহাজান ফিলিং স্টেশনের পিছনে জাওলাপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে কামরুজ্জামান (৩০), একই এলাকার জামাল উদ্দিনের ছেলে ইমামুল হোসেন (২৫) ও মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে সোহাগ পারভেজকে আটক করা হয়। এসময় একটি ট্রাকও জব্দ করা হয়। মঙ্গলবার আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এই বিষয়ে যোগাযোগ করা হলে যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বলেন, ‘কামরুজ্জামান টুকু নামে যশোর জেলা ছাত্রদলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক আছেন। তার বাড়ি ঝিকরগাছায়। তবে ফেনসিডিলসহ তিনি আটক হয়েছেন কিনা তা আমি জানি না।
No comments:
Post a Comment