যশোরের মালঞ্চি মাঝেরপাড়ায় নারীর মুখে চুনকালি, চুলকেটে ও আড়ার সাথে বেঁধে নির্যাতন ঘটনায় আরো দুজনকে আটক করেছে পুলিশ। তাদের আদালতে চালান দেয়া হয়েছে। এ নিয়ে মোট ছয় জনকে আটক করা হয়েছে। খোঁজা হচ্ছে পালের গোদা স্থানীয় রাজনৈতিক নেতা রাজিবুল ইসলাম শিমুলকে।
স্থানীয় ও থানা সূত্র জানিয়েছে, স্বামী মৃত্যুর পর চাচা শ্বশুরকে বিয়ে করায় মালঞ্চির এক নারীর উপর বর্বরতা চালায় স্থানীয় ৭ জন। নতুন স্বামীর ভাগ্নে আক্তার হোসেন ও ভাইপো রিপন হোসেন ৬ নভেম্বর দুপুরে হামলা চালায়। তারা রাজনৈতিক দলের স্থানীয় নেতা রাজিবুল ইসলাম শিমুল, জ্যোৎস্না, বিলকিস, আজগর, বিউটিসহ ৮/৯ জনকে সাথে নিয়ে ঐ নারীকে চরিত্রহীন অভিযোগ তুলে এলোপাতাড়ি মারপিট করেন। এরপর তার চুল কেটে মুখে চুনকালি মাখিয়ে ঘরের আড়ার সাথে বেঁধে নির্যাতন করেন। এ ঘটনায় পুলিশ আটক অভিযান চালিয়ে জড়িত উল্লেখিত ৭ জনের মধ্যে প্রথম দিন ৪ জনকে আটক করে। এছাড়া ৮ নভেম্বর আজগর আলী ও আক্তার আলীকে আটক করেছে।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানিয়েছেন, আসামি ৭ জনের মধ্যে একে একে ৬ জন আটক হয়েছে। পলাতক শিমুলকেও খোঁজা হচ্ছে।
No comments:
Post a Comment